আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮০৮
১৭৫৪. যুদ্ধের আগে নেক আমল। আবু দারদা (রাযিঃ) বলেন, আমল অনুসারে তোমরা জিহাদ করে থাকো। আল্লাহ তাআলার বাণীঃ হে যারা ঈমান এনেছ, তোমরা কেন এমন কথা বল, যা তোমরা কর না? তা আল্লাহর দৃষ্টিতে অত্যান্ত অসন্তোষজনক। .... সীসাঢালা প্রাচীরের ন্যায়। (৬১ঃ ২-৩)
২৬১৩। মুহাম্মাদ ইবনে আব্দুর রাহীম (রাহঃ) .... বারা’ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লৌহ বর্মে আবৃত এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে এসে বলল, ‘ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধে শরীক হব, না ইসলাম গ্রহণ করব?’ তিনি বললেন, ‘ইসলাম গ্রহণ কর, তারপর যুদ্ধে যাও।’ তারপর সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত বরণ করল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘সে অল্প আমল করে বেশী পুরস্কার পেল।’
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন