কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৮৩৬
আন্তর্জাতিক নং: ৮৩৬
ইশার সালাতে কির'আত পাঠ
৮৩৬। মুহাম্মাদ ইবন রুমহ্ (রাহঃ) ........ জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। একদা মু'আয ইবন জাবাল (রাযিঃ) তার সঙ্গীদের নিয়ে ইশার সালাত লম্বা করে আদায় করেন। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি সূরা ওয়াশ-শামস সূরা আ'লা, সূরা লায়ল ও সূরা 'আলাক পাঠ করবে।
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْعِشَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، صَلَّى بِأَصْحَابِهِ الْعِشَاءَ فَطَوَّلَ عَلَيْهِمْ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اقْرَأْ بِالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَاقْرَأْ بِسْمِ رَبِّكَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৮৩৬ | মুসলিম বাংলা