কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ৮৩৩
আন্তর্জাতিক নং: ৮৩৩
মাগরিবের সালাতের কিরআত পাঠ
৮৩৩। আহমদ ইবন বুদায়ল (রাহঃ) ….. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) মাগরিবের সালাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পাঠ করতেন।
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْمَغْرِبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي الْمَغْرِبِ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) وَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) .
