কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৮১৬
আন্তর্জাতিক নং: ৮১৬
ফজরের সালাতের কির 'আত পাঠ
৮১৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ......কুতবা ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে ফজরের সালাতে والنخل باسقت لها طلع نضيد পাঠ করতে শুনেছেন।
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْفَجْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ، سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي الصُّبْحِ ‏(وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ )‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৮১৬ | মুসলিম বাংলা