আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪- গোসলের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৬৩
১৮২। যখন জানাবাত ছাড়া হাতে কোন নাপাকী না থাকে, ফরয গোসলের আগে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ করানো যায় কি?
২৬১। আবুল ওয়ালীদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও নবী (ﷺ) একই পাত্রের পানি দিয়ে জানাবাতের গোসল করতাম।

আব্দুর রহমান ইবনে কাসিম (রাহঃ) তাঁর পিতার সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন