কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৮০৮
আন্তর্জাতিক নং: ৮০৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মধ্যে পানাহ চাওয়া
৮০৮। 'আলী ইবন মুনযির (রাহঃ) ........ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলতেনঃ
اللهم إني أعوذ بك من الشيطان الرجيم ، من همزه ونفخه ونفثه
রাবী বলেনঃ هعزه এর অর্থ তার শয়তানী; نفثه এটি অর্থ তার অশ্লীল কবিতা এবং نفخه এটি অর্থ তার অহমিকা।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الِاسْتِعَاذَةِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَهَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ ‏"‏ ‏.‏ قَالَ هَمْزُهُ الْمُوتَةُ وَنَفْثُهُ الشِّعْرُ وَنَفْخُهُ الْكِبْرُ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৮০৮ | মুসলিম বাংলা