কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৮০২
আন্তর্জাতিক নং: ৮০২
মসজিদে বসে থাকা এবং সালাতের জন্য অপেক্ষা করা
৮০২। আবু কুরায়ব (রাহঃ)....... আবু সা'য়ীদ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমরা কোন ব্যক্তিকে বার বার মসজিদে আসতে দেখবে, তখন তোমরা তার জন্য ঈমানের সাক্ষী দেবে । মহান আল্লাহ্ বলেনঃ إنما يعمر مساجد الله من آمن بالله الآية তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও পরকালে.....। (৯ঃ১৮ )
بَاب لُزُومِ الْمَسَاجِدِ وَانْتِظَارِ الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَعْتَادُ الْمَسَاجِدَ فَاشْهَدُوا لَهُ بِالإِيمَانِ قَالَ اللَّهُ تَعَالَى ‏(إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ)‏ الآيَةَ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৮০২ | মুসলিম বাংলা