কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৭৮৫
আন্তর্জাতিক নং: ৭৮৫
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
মসজিদ থেকে অধিক দূরত্বে বসবাসকারীর জন্য মহা পুরস্কার
৭৮৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ......... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আনসারদের ঘরবাড়ী মসজিদ (নববী) থেকে অনেক দূরে অবস্থিত ছিল। তাঁরা মসজিদের নিকটবর্তী হতে ইচ্ছা করলেন। তখন এই আয়াত নাযিল হয়ঃ ونكتب ما قدموا واثارهم.
অর্থঃ আর আমি লিখে রাখি যা তারা আগে পাঠায় এবং যা তারা পেছনে রেখে যায়। (৩৬ঃ১২)

রাবী বলেনঃ তখন তাঁরা তাঁদের অবস্থানে থেকে যান।
أبواب المساجد والجماعات
بَاب الْأَبْعَدُ فَالْأَبْعَدُ مِنْ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتِ الأَنْصَارُ بَعِيدَةً مَنَازِلُهُمْ مِنَ الْمَسْجِدِ فَأَرَادُوا أَنْ يَقْتَرِبُوا فَنَزَلَتْ ‏(وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ)‏ قَالَ فَثَبَتُوا ‏.‏