কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৭৫৬
আন্তর্জাতিক নং: ৭৫৬
বাড়ীঘরে নির্মিত মসজিদ
৭৫৬। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কতক ফুফু নবী (ﷺ)-এর জন্য খাবার তৈরী করেন। এরপর তিনি নবী (ﷺ)-কে বলেন, আমি পছন্দ করি যে, আপনি আমার ঘরে এসে পানাহার করুন এবং সেখানেই সালাত আদায় করুন। রাবী বলেনঃ তিনি (ﷺ) তাঁর কাছে এলেন, তখন ঘরে একটি কাল বস্তু (فحل) ছিল। তিনি ঘরের এক কোণার দিকে নির্দেশ দিলে তা পরিষ্কার করে সেখানে পানি ঢালা হলো। এরপর তিনি সালাত আদায় করলেন এবং আমরাও তাঁর সঙ্গে সালাত আদায় করলাম।
আবু আব্দুল্লাহ ইবন মাজাহ (রাহঃ) বলেন, الفحل হলো চাটাই যা কালো হয়ে গিয়েছিল।
আবু আব্দুল্লাহ ইবন মাজাহ (রাহঃ) বলেন, الفحل হলো চাটাই যা কালো হয়ে গিয়েছিল।
بَاب الْمَسَاجِدِ فِي الدُّورِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ الْمُنْذِرِ بْنِ الْجَارُودِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَنَعَ بَعْضُ عُمُومَتِي لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ طَعَامًا فَقَالَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِنِّي أُحِبُّ أَنْ تَأْكُلَ فِي بَيْتِي وَتُصَلِّيَ فِيهِ . قَالَ فَأَتَاهُ وَفِي الْبَيْتِ فَحْلٌ مِنْ هَذِهِ الْفُحُولِ فَأَمَرَ بِنَاحِيَةٍ مِنْهُ فَكُنِسَ وَرُشَّ فَصَلَّى وَصَلَّيْنَا مَعَهُ . قَالَ أَبُو عَبْدِ اللَّهِ بْنُ مَاجَهْ الْفَحْلُ هُوَ الْحَصِيرُ الَّذِي قَدِ اسْوَدَّ .
