কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৭২৩
আন্তর্জাতিক নং: ৭২৩
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
আযান ও মুয়াযযিনের ফযীলত
৭২৩। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) …… আবু সা'য়ীদ (রাযিঃ)-এর তত্ত্বাবধানের প্রতিপালিত, 'আব্দুর রহমান ইবন আবু সা'সা' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু সায়ীদ (রাযিঃ) আমাকে বলেছেনঃ যখন তুমি জঙ্গলে থাকবে, তখন তুমি উচ্চৈস্বরে আযান দেবে। কেননা আমি রাসূলাল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ জিন্ন, ইনসান, বৃক্ষলতা ও অচেতন পাথর, যে এই আযান শুনবে, সে তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দেবে।
أبواب الأذان والسنة فيه
بَاب فَضْلِ الْأَذَانِ وَثَوَابِ الْمُؤَذِّنِينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، - وَكَانَ أَبُوهُ فِي حِجْرِ أَبِي سَعِيدٍ - قَالَ قَالَ لِي أَبُو سَعِيدٍ إِذَا كُنْتَ فِي الْبَوَادِي فَارْفَعْ صَوْتَكَ بِالأَذَانِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ يَسْمَعُهُ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَجَرٌ وَلاَ حَجَرٌ إِلاَّ شَهِدَ لَهُ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান