কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২. নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৭০১
আন্তর্জাতিক নং: ৭০১
ইশার সালাতের পূর্বে ঘুমানো এবং ইশার সালাতের পরে কথাবার্তা বলা নিষেধ
৭০১। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… আবু বারযা আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বিলম্বে 'ইশার সালাত আদায় করতে পছন্দ করতেন। আর তিনি “ইশার পূর্বে ঘুমানো এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।
بَاب النَّهْيِ عَنْ النَّوْمِ قَبْلَ صَلَاةِ الْعِشَاءِ وَعَنْ الْحَدِيثِ بَعْدَهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الْوَهَّابِ، قَالُوا حَدَّثَنَا عَوْفٌ، عَنْ أَبِي الْمِنْهَالِ، سَيَّارِ بْنِ سَلاَمَةَ عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইশার নামায দেরি করে পড়া মুস্তাহাব। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৬৭) অবশ্য মুসল্লিদের জন্য কষ্টকর হলে কিংবা মুসল্লি কম হওয়ার আশঙ্কা থাকলে শুরু ওয়াক্তে ইশার নামায পড়ায় কোন দোষ নেই। (বুখারী: ৫৩৮ ও ৫৪৩)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন