কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২. নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৬৮৭
আন্তর্জাতিক নং: ৬৮৭
মাগরিবের সালাতের ওয়াক্ত
৬৮৭। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) …… রাফে' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় এমন সময়ে মাগরিবের সালাত আদায় করতাম যে, আমাদের কেউ ফিরে যেত এবং সে তার নিক্ষিপ্ত তীরের পতিত স্থান দেখতে পেত।
আবু ইয়াহইয়া জাফরানী (রাহঃ)..... ইবরাহীম ইবন মুসা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
بَاب وَقْتِ صَلَاةِ الْمَغْرِبِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيَنْظُرُ إِلَى مَوَاقِعِ نَبْلِهِ ‏.‏
حَدَّثَنَا أَبُو يَحْيَى الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، نَحْوَهُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মাগরিবের নামায সূর্য ডোবার সাথে সাথে এত তাড়াতাড়ি আদায় করতে হয় যে নামাযানেত্ম কেউ তীর ছুঁড়লে সে তার নিক্ষিপ্ত তীর পতিত হওয়ার স্থান দেখতে পায়। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫২)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৬৮৭ | মুসলিম বাংলা