কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২. নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং: ৬৬৮
আন্তর্জাতিক নং: ৬৬৮
সালাতের ওয়াক্তসমূহ
৬৬৮। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ).... ইবন শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। 'উমর ইবন 'আব্দুল 'আযীয (রাহঃ)-এর আমলে, তিনি মদীনার আমীর থাকাকালীন সময়ে, একদা তিনি তাঁর গদীতে বসা ছিলেন। এ সময় 'উরওয়া ইবন যুবায়র (রাহঃ) তাঁর সঙ্গে ছিলেন। তখন 'উমর ইবন 'আব্দুল 'আযীয (রাহঃ) 'আসরের সালাত আদায়ে কিছুটা বিলম্ব করলে 'উরওয়া (রাযিঃ) তাঁকে বললেনঃ জিবরাঈল (আ) অবতরণ করেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমাম হিসেবে সালাত আদায় করেন। তখন 'উমর (রাহঃ) তাঁকে বললেনঃ হে 'উরওয়া! আপনি যা বলছেন, তা আমি জানি। তিনি বললেনঃ আমি বাশীর ইবন মাস'উদ (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আবু মাস'উদ (রাযিঃ)-কে এরূপ বলতে শুনেছিঃ (তিনি বলেনঃ) আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ জিবরাঈল (আ) নাযিল হয়ে আমার ইমামতি করলেন। এরপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করি। এরপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করি। তারপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করি। এভাবে তিনি তাঁর অঙ্গুলী দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত গণনা করেন।
أَبْوَابُ مَوَاقِيتِ الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ كَانَ قَاعِدًا عَلَى مَيَاثِرِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي إِمَارَتِهِ عَلَى الْمَدِينَةِ وَمَعَهُ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ فَأَخَّرَ عُمَرُ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . فَقَالَ لَهُ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ . قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتَ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ " . يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ .


বর্ণনাকারী: