কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৬৬৬
আন্তর্জাতিক নং: ৬৬৬
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
উযূর মধ্যে কোন স্থানে পানি না পৌঁছলে
৬৬৬। হারমালা ইবন ইয়াহইয়া ও ইবন হুমায়দ (রাহঃ) ......... 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে উযূ করার সময়, তার পায়ের এক নখ পরিমাণ জায়গা ছেড়ে ছিল, যা শুকনো ছিল, তাকে পুনরায় উযূ করার এবং সালাত আদায় করার নির্দেশ দেন। রাবী বলেনঃ তখন সে ব্যক্তি পুনরায় উযূ করে সালাত আদায় করে।
أبواب الطهارة وسننها
بَاب مَنْ تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعًا لَمْ يُصِبْهُ الْمَاءُ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، ح وَحَدَّثَنَا ابْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالاَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ الظُّفْرِ عَلَى قَدَمِهِ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلاَةَ ‏.‏ قَالَ فَرَجَعَ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, অযু করার সময় অঙ্গ-প্রত্যঙ্গ খুব ভালোভাবে ডলে ধুতে হবে যেন অযুর অঙ্গে সামান্যতম জায়গাও শুষ্ক না থাকে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১২৩)
tahqiqতাহকীক:তাহকীক চলমান