কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৬৬০
আন্তর্জাতিক নং: ৬৬০
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পাত্রের পানিতে মুখের লালা পড়লে, সে সম্পর্কে
৬৬০। আবু মারওয়ান (রাহঃ) ......... মাহমুদ ইবন রবী' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তাদের কূয়ার বালতি থেকে যে বালতিতে রাসূলুল্লাহ (ﷺ) মুখের লালা নিক্ষেপ করেছিলেন, সেটি তুলে রেখেছিলেন।
أبواب الطهارة وسننها
بَاب الْمَجِّ فِي الْإِنَاءِ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، وَكَانَ، قَدْ عَقَلَ مَجَّةً مَجَّهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي دَلْوٍ مِنْ بِئْرٍ لَهُمْ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৬৬০ | মুসলিম বাংলা