কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৬৫৬
আন্তর্জাতিক নং: ৬৫৬
ঋতুবতী নারীর মেহেদি লাগানো
৬৫৬। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) ......... মু'আযা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈকা মহিলা 'আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলোঃ ঋতুবতী নারী কি মেহেদি লাগাতে পারে ? তিনি বললেনঃ আমরা নবী (ﷺ)-এর কাছে থাকাকালীন সময়ে মেহেদি লাগাতাম। তিনি আমাদের এ থেকে নিষেধ করেননি।
بَاب الْحَائِضِ تَخْتَضِبُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُعَاذَةَ، ‏.‏ أَنَّ امْرَأَةً، سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ تَخْتَضِبُ الْحَائِضُ فَقَالَتْ قَدْ كُنَّا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ نَخْتَضِبُ فَلَمْ يَكُنْ يَنْهَانَا عَنْهُ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৬৫৬ | মুসলিম বাংলা