কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৬৪১
আন্তর্জাতিক নং: ৬৪১
ঋতুবতী মহিলার গোসলের পদ্ধতি
৬৪১।আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে ঋতুবতী থাকাকালীন সময়ে বললেনঃ তুমি তোমার চুলের গোছা খুলে নাও এবং গোসল কর। 'আলী (রাযিঃ) তাঁর হাদীসে 'তোমার মাথা খুলে ফেল’ বর্ণনা করেছেন।
بَاب فِي الْحَائِضِ كَيْفَ تَغْتَسِلُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَهَا وَكَانَتْ حَائِضًا " انْقُضِي شَعْرَكِ وَاغْتَسِلِي " . قَالَ عَلِيٌّ فِي حَدِيثِهِ " انَقُضِي رَأْسَكِ " .
