কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৬১৪
আন্তর্জাতিক নং: ৬১৪
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
গোসলের সময় পর্দা করার প্রসঙ্গে
৬১৪। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ)........ 'আব্দুল্লাহ ইবন নাওফল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি অনেকের কাছে প্রশ্ন করেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) কি সফরে থাকাকালীন সময়ে চাশতের সালাত আদায় করতেন? কিন্তু এ সম্পর্কে অবহিত করার মত আমি কাউকে পেলাম না। অবশেষে উম্মু হানী বিনতে আবু তালিব (রাযিঃ) আমাকে অবহিত করেন যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন সেখানে আসার পর পর্দা করার জন্য নির্দেশ দেন। সেমতে তাঁর জন্য পর্দা করা হয়। তখন তিনি গোসল করেন এবং চাশতের আট রাক'আত সালাত আদায় করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الِاسْتِتَارِ عِنْدَ الْغُسْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ قَالَ سَأَلْتُ فَلَمْ أَجِدْ أَحَدًا يُخْبِرُنِي أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سَبَّحَ فِي سَفَرٍ حَتَّى أَخْبَرَتْنِي أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ أَنَّهُ قَدِمَ عَامَ الْفَتْحِ فَأَمَرَ بِسِتْرٍ فَسُتِرَ عَلَيْهِ فَاغْتَسَلَ ثُمَّ سَبَّحَ ثَمَانِيَ رَكَعَاتٍ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান