কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৫৯৯
আন্তর্জাতিক নং: ৫৯৯
প্রতিটি পশমের গোড়া অপবিত্র হওয়া প্রসঙ্গে
৫৯৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আলী ইবন আবু তালিব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি অপবিত্রতার গোসল করার সময়ে তার দেহের একটি পশম পরিমাণ স্থান ছেড়ে দেয়, সে যেন গোসলই করে নাই; তাকে এই পরিমাণ জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হবে। 'আলী (রাযিঃ) বলেনঃ এরপর থেকে আমি আমার চুলের সাথে শত্রুতা পোষণ করে আসছি এবং তিনি মাথা মুণ্ডন করতেন।
بَاب تَحْتَ كُلِّ شَعَرَةٍ جَنَابَةٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ تَرَكَ مَوْضِعَ شَعَرَةٍ مِنْ جَسَدِهِ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهِ كَذَا وَكَذَا مِنَ النَّارِ ‏"‏ ‏.‏ قَالَ عَلِيٌّ فَمِنْ ثَمَّ عَادَيْتُ شَعَرِي ‏.‏ وَكَانَ يَجُزُّهُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জানাবাতের গোসলে শরীরের প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছানো আবশ্যক। একটি পশমের গোড়াও যদি শুকনা থাকে তাহলে গোসল হবে না এবং কিয়ামতের দিন তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। নাকের মধ্যে যেহেতু পশম রয়েছে সেহেতু জানাবাতের গোসলে নাকে পানি দেয়া জরুরী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৫৯৯ | মুসলিম বাংলা