কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৫৭৯
আন্তর্জাতিক নং: ৫৭৯
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
গোসলের পর উযূ করা প্রসঙ্গে
৫৭৯। আবু বকর ইবন আবু শায়বা, 'আব্দুল্লাহ্ ইবন 'আমির ইবন যুরারাহ ও ইসমা'ঈল ইবন মুসা সুদ্দী (রাহঃ) ..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) জানাবাত থেকে গোসলের পরে উযূ করতেন না।
أبواب الطهارة وسننها
بَاب فِي الْوُضُوءِ بَعْدَ الْغُسْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، قَالُوا حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ .
হাদীসের ব্যাখ্যা:
গোসলের ছুন্নাত তরীকা হলো গোসলের পূর্বে অযু করা। কেউ এ পদ্ধতিতে গোসল করলে গোসলের পরে পুনরায় অযু করা অহেতুক ও মাকরূহ। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১৫৮) তবে গোসলের পূর্বে যদি কেউ অযু না করে গোসলের মধ্যে অযুর নিয়ত করে নেয় তাহলে সে নিয়তের কারণে অযুর সওয়াবও পেয়ে যাবে।