কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৫৫৮
আন্তর্জাতিক নং: ৫৫৮
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
অনির্ধারিত সময়ের জন্য মাসেহ করা প্রসঙ্গে
৫৫৮। আহমদ ইবন ইউসুফ সুলামী (রাহঃ) ........ 'উকবা ইবন 'আমির জুহানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি মিসর থেকে 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর কাছে আগমন করেন। তখন 'উমর (রাযিঃ) বললেনঃ তুমি তোমার মোজা কতদিনে খুলো না? সে বললো এক জুমু'আ থেকে আরেক জুমু'আ পর্যন্ত। তিনি বললেনঃ তুমি সুন্নতের উপর প্রতিষ্ঠিত আছ।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ بِغَيْرِ تَوْقِيتٍ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ الْحَكَمِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَلَوِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنْ مِصْرَ فَقَالَ مُنْذُ كَمْ لَمْ تَنْزِعْ خُفَّيْكَ قَالَ مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ . قَالَ أَصَبْتَ السُّنَّةَ .
বর্ণনাকারী: