কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৫৪৬
আন্তর্জাতিক নং: ৫৪৬
উভয় মোজার উপর মাসেহ করার প্রসঙ্গে
৫৪৬। 'ইমরান ইবন মুসা লায়সী (রাহঃ) …..ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। একবার তিনি সা'দ ইবন মালিক (রাযিঃ)-কে উভয় মোজার উপর মাসেহ করতে দেখলেন, তখন তিনি বললেনঃ তোমরাও এরূপ করছ? এরপর তাঁরা উভয়ে 'উমার (রাযিঃ)-এর কাছে এলেন। তখন সা'দ (রাযিঃ) 'উমর (রাযিঃ)-কে লক্ষ্য করে বললেনঃ আমার এই ভাতিজা উভয় মোজার উপর মাসেহ করা সম্পর্কে ফতওয়া চান। তখন 'উমর (রাযিঃ) বললেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে থাকাকালীন সময়ে আমাদের মোজার উপর মাসেহ করতাম। আমরা এতে কোন ত্রুটি দেখতে পাইনি। তখন ইবন 'উমর (রাযিঃ) বললেনঃ যদিও সে পায়খানা সেরে আসে? তিনি বললেনঃ হ্যাঁ, (তাহলেও মোজায় মাসেহ করা যাবে)।
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى اللَّيْثِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ مَالِكٍ وَهُوَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ إِنَّكُمْ لَتَفْعَلُونَ ذَلِكَ فَاجْتَمَعْنَا عِنْدَ عُمَرَ فَقَالَ سَعْدٌ لِعُمَرَ أَفْتِ ابْنَ أَخِي فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ‏.‏ فَقَالَ عُمَرُ كُنَّا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَمْسَحُ عَلَى خِفَافِنَا لَمْ نَرَ بِذَلِكَ بَأْسًا ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ وَإِنْ جَاءَ مِنَ الْغَائِطِ قَالَ نَعَمْ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৫৪৬ | মুসলিম বাংলা