আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৫- অছিয়াত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৭৭১
১৭৩২. একদল লোক যদি তাদের কোন শরীকী জমি ওয়াকফ করে তা হলে তা জায়েয
২৫৮২। মুসাদ্দাদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মসজিদ তৈরীর নির্দেশ দিলেন। তারপর বললেন, হে বনু নাজ্জার, তোমরা এই বাগানটির মূল্য নির্ধারণ করে আমার কাছে বিক্রি কর। তারা বলল, এরূপ নয়। আল্লাহর কসম! আমরা একমাত্র আল্লাহর কাছেই এর মূল্যের আশা রাখি।
