কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৫২৭
আন্তর্জাতিক নং: ৫২৭
যে চিবিয়ে খাবার খায় না, এমন শিশুর পেশার প্রসঙ্গে
৫২৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)......... উম্মু কুরয (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শিশু পুত্রের পেশাবের উপর পানি ছিঁটিয়ে দিতে হবে এবং শিশু কন্যার পেশাব ধূয়ে ফেলতে হবে।
بَاب مَا جَاءَ فِي بَوْلِ الصَّبِيِّ الَّذِي لَمْ يُطْعَمْ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " بَوْلُ الْغُلاَمِ يُنْضَحُ وَبَوْلُ الْجَارِيَةِ يُغْسَلُ " .


বর্ণনাকারী: