কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৫২৫
আন্তর্জাতিক নং: ৫২৫
যে চিবিয়ে খাবার খায় না, এমন শিশুর পেশার প্রসঙ্গে
৫২৫। হাওসারাহ ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন সা'য়ীদ ইবন ইয়াযীদ ইবন ইবরাহীম (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ দুগ্ধপাষ্য শিশুর পেশাবে-পুত্র সন্তানের পেশাবের বেলায় পানি ছিঁটিয়ে দিতে হবে এবং কন্যা সন্তানের পেশাব ধুয়ে ফেলতে হবে।আবুল হাসান ইবন সালামা (রাহঃ).... আবু ইয়ামান মিসরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইমাম শাফিয়ী (রাহঃ)-কে নবী (ﷺ)-এর এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলামঃ শিশু পুত্রের পেশাবের উপর পানি ছিটিয়ে দিতে হবে এবং শিশু কন্যার পেশাব ধুয়ে ফেলতে হবে। অথচ পেশাবের পানি হওয়ার ব্যাপারে উভয়ই সমান। তিনি বললেনঃ (পার্থক্যের কারণ হচ্ছে) পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে তৈরী হয় এবং কন্যা সন্তানের পেশাব তৈরী হয় গোশত ও রক্ত থেকে। এরপর তিনি আমাকে বললেনঃ তুমি কি বুঝতে পেরেছ? অথবা তিনি বললেনঃ তোমার কি বোধগম্য হয়েছে। রা'বী বলেন, আমি বললামঃ না। ইমাম শাফিয়ী (রাহঃ) বললেনঃ আল্লাহ তা'আলা যখন আদম (আ)-কে সৃষ্টি করেন, তখন তাঁর ছোট পাঁজরের হাড় থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করা হয়। ফলে পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে তৈরী হয় এবং কন্যা সন্তানের পেশাব গোশত ও রক্ত থেকে তৈরী হয়। রাবী বলেনঃ ইমাম শাফিয়ী (রাহঃ) আমাকে বললেনঃ তুমি কি বুঝতে পেরেছে? আমি বললামঃ হ্যাঁ। তিনি আমাকে বললেনঃ আল্লাহ এর দ্বারা তোমাকে কল্যাণ দান করুন।
بَاب مَا جَاءَ فِي بَوْلِ الصَّبِيِّ الَّذِي لَمْ يُطْعَمْ
حَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، أَنْبَأَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ فِي بَوْلِ الرَّضِيعِ ‏"‏ يُنْضَحُ بَوْلُ الْغُلاَمِ وَيُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ ‏"‏ ‏.‏

قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ مَعْقِلٍ، حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْمِصْرِيُّ، قَالَ سَأَلْتُ الشَّافِعِيَّ عَنْ حَدِيثِ النَّبِيِّ، ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ يُرَشُّ مِنْ بَوْلِ الْغُلاَمِ وَيُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ ‏"‏ ‏.‏ وَالْمَاءَانِ جَمِيعًا وَاحِدٌ قَالَ لأَنَّ بَوْلَ الْغُلاَمِ مِنَ الْمَاءِ وَالطِّينِ وَبَوْلَ الْجَارِيَةِ مِنَ اللَّحْمِ وَالدَّمِ ‏.‏ ثُمَّ قَالَ لِي فَهِمْتَ أَوْ قَالَ لَقِنْتَ قَالَ قُلْتُ لاَ ‏.‏ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى لَمَّا خَلَقَ آدَمَ خُلِقَتْ حَوَّاءُ مِنْ ضِلَعِهِ الْقَصِيرِ فَصَارَ بَوْلُ الْغُلاَمِ مِنَ الْمَاءِ وَالطِّينِ وَصَارَ بَوْلُ الْجَارِيَةِ مِنَ اللَّحْمِ وَالدَّمِ ‏.‏ قَالَ قَالَ لِي فَهِمْتَ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ لِي نَفَعَكَ اللَّهُ بِهِ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৫২৫ | মুসলিম বাংলা