কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৫১১
আন্তর্জাতিক নং: ৫১১
প্রত্যেক সালাতের জন্য উযূ করা এবং একই উযূতে সালাতসমূহ আদায় করা প্রসঙ্গে
৫১১। ইসমাঈল ইবন তাওবা (রাহঃ)........ফযল ইবন মুবাশশির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ)-কে এক উযূতে সব সালাত আদায় করতে দেখেছি। আমি বললামঃ একি ব্যাপার? তখন তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি। সুতরাং আমি তাই করলাম যা রাসূলুল্লাহ (ﷺ) করেছেন।
بَاب الْوُضُوءِ لِكُلِّ صَلَاةٍ وَالصَّلَوَاتِ كُلِّهَا بِوُضُوءٍ وَاحِدٍ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُبَشِّرٍ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ . فَقُلْتُ مَا هَذَا فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَصْنَعُ هَذَا فَأَنَا أَصْنَعُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .
