কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৪৫৫
আন্তর্জাতিক নং: ৪৫৫
পায়ের গোড়ালী ধোয়া
৪৫৫। আব্বাস ইবন 'উসমান ও উসমান ইবন ইসমা'ঈল দিমাশতী (রাহঃ)...... খালিদ ইবন ওয়ালীদ, ইয়াযীদ ইবন আবু সুফয়ান, শুরাহবীল ইবন হাসান ও 'আমর ইবন আস (রাযিঃ) থেকে বর্ণিত। এঁরা সবাই রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন যে, তিনি বলেছেনঃ তোমরা পরিপূর্ণভাবে উযু করবে। আফসোস ঐ শুকনো গোড়ালীর জন্য যা জাহান্নামে ধ্বংসপ্রাপ্ত হবে।
بَاب غَسْلِ الْعَرَاقِيبِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ، وَعُثْمَانُ بْنُ إِسْمَاعِيلَ الدِّمَشْقِيَّانِ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا شَيْبَةُ بْنُ الأَحْنَفِ، عَنْ أَبِي سَلاَّمٍ الأَسْوَدِ، عَنْ أَبِي صَالِحٍ الأَشْعَرِيِّ، حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ الأَشْعَرِيُّ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، وَيَزِيدَ بْنِ أَبِي سُفْيَانَ، وَشُرَحْبِيلَ ابْنِ حَسَنَةَ، وَعَمْرِو بْنِ الْعَاصِ، كُلُّ هَؤُلاَءِ سَمِعُوا مِنْ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَتِمُّوا الْوُضُوءَ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ " .
