কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৪৪৯
আন্তর্জাতিক নং: ৪৪৯
আঙ্গুল খেলাল করা
৪৪৯। 'আব্দুল মালিক ইবন মুহাম্মাদ রাকাশী (রাহঃ) ….. আবু রা'ফে (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন উযূ করতেন, তখন তাঁর হাতের আংটি নাড়াচাড়া করতেন।
بَاب تَخْلِيلِ الْأَصَابِعِ
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا تَوَضَّأَ حَرَّكَ خَاتَمَهُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাত ও পায়ের আঙ্গুল খিলাল করার পদ্ধতি হলো- বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলি দ্বারা ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুলি থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠা আঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটি আঙ্গুলের ফাঁকে রগড়াবে যেন কোথাও শুষ্ক থাকতে না পারে। আঙ্গুল খিলালের আরো একটি পদ্ধতি হলো- ডান হাতের সব আঙ্গুল একযোগে বাম হাতের সব আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া দিবে যেন শুষ্ক না থাকে । (শামী: ১/১১৭, মাআরিফুস্ সুনান-১/১৮৪)
tahqiqতাহকীক:তাহকীক চলমান