কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৪২৯
আন্তর্জাতিক নং: ৪২৯
দাঁড়ি খেলাল করা প্রসঙ্গে
৪২৯। মুহাম্মাদ ইবন আবু 'উমর মাদানী ও ইবন আবু 'উমর (রাহঃ)........'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুলাহ (ﷺ)-কে তাঁর দাঁড়ি খেলাল করতে দেখেছি।
بَاب مَا جَاءَ فِي تَخْلِيلِ اللِّحْيَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ، عَنْ حَسَّانِ بْنِ بِلاَلٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ حَسَّانِ بْنِ بِلاَلٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُخَلِّلُ لِحْيَتَهُ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. এমনভাবে দাঁড়ি খিলাল করতেন যে, থুতনীর নিচ দিয়ে দাঁড়ির ভেতরে পানি পৌছে দিতেন এবং দাঁড়ির মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খিলাল করতেন। সুতরাং হাদীসে বর্ণিত পদ্ধতিতে দাঁড়ি খিলাল করা ছুন্নাত। আল্লামা শামী রহ. এ হাদীসের ভিত্তিরত বলেন যে, অযুকারী দাঁড়ি খিলাল করার সময় তার হাতের তালু নিজের দিকে রেখে আঙ্গুলসমূহ দাঁড়ির ভিতর ঢুকিয়ে দিয়ে নিচ থেকে উপরের দিকে টানবে। (শামী: ১/১১৭) হযরত উসমান রা. থেকেও হাসান-সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ স. দাঁড়ি খিলাল করতেন। (তিরমিযী: ৩১)


বর্ণনাকারী: