কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৪১৫
আন্তর্জাতিক নং: ৪১৫
উযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলো তিনবার করে ধৌত করা
৪১৫। আবু কুরায়র (রাহঃ) ..... 'আয়েশা ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তিন-তিনবার করে উযূর অঙ্গগুলো ধৌত করতেন।
بَاب الْوُضُوءِ ثَلَاثًا ثَلَاثًا
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ حَيَّانَ، عَنْ سَالِمٍ أَبِي الْمُهَاجِرِ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ عَائِشَةَ، وَأَبِي، هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا .
