কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৪০২
আন্তর্জাতিক নং: ৪০২
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
ডানদিক থেকে উযু করা
৪০২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা উযূ করবে, তখন তোমাদের ডানদিক থেকে তা শুরু করবে।
আবুল হাসান ইবন সালামা (রাহঃ)..... মুহায়র (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি উপরিউক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
أبواب الطهارة وسننها
بَاب التَّيَمُّنِ فِي الْوُضُوءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِمَيَامِنِكُمْ ‏"‏ ‏.‏
قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، وَابْنُ، نُفَيْلٍ وَغَيْرُهُمَا قَالُوا حَدَّثَنَا زُهَيْرٌ، فَذَكَرَ نَحْوَهُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার বেলায় শুরুটা করতে বলেছেন ডানদিক থেকে। ওযূ একটি মর্যাদাকর কাজ। এর দ্বারা শরীরের অপবিত্রতা দূর হয়। ফলে বান্দা কুরআন মাজীদ স্পর্শ করতে পারে, নামায পড়তে পারে ও তাওয়াফ করতে পারে। ওযূর দ্বারা শারীরিক পবিত্রতা অর্জনের পাশাপাশি রূহানী পবিত্রতাও অর্জিত হয়। কেননা এর দ্বারা গুনাহ মাফ হয়। গুনাহ রূহানী অপবিত্রতা। মোটকথা ওযু অত্যন্ত ফযীলতের একটি কাজ। তাই এ কাজ ভাবগাম্ভীর্য ও আদবের সঙ্গে করা বাঞ্ছনীয়। সেজন্যই ওযূর অঙ্গসমূহ ধোওয়ার সময় ডানদিককে প্রাধান্য দেওয়া চাই। যেমন হাত ধোওয়ার সময় ডান হাত আগে ধোওয়া ও পা ধোওয়ার সময় ডান পা আগে ধোওয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলও এরকমই ছিল এবং তিনি আমাদেরকেও এরকমই করতে বলেছেন।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. ওযূতে হাত ধোওয়ার সময় আগে ডান হাত এবং পা ধোওয়ার সময় আগে ডান পা ধোওয়া সুন্নত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান