কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৩৮৪
আন্তর্জাতিক নং: ৩৮৪
নাবীয দিয়ে উযূ করা
৩৮৪। আবু বকর ইবন আবু শায়বা, 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ..... 'আব্দুল্লাহ্ ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) লাইলাতুল জিন্ন-এ তাঁকে জিজ্ঞাসা করলেনঃ তোমার কাছে কি উযূর পানি আছে? তিনি বললেনঃ না; তবে একটি পাত্রে কিছু নাবীয আছে। তিনি (ﷺ) বললেনঃ খেজুর পবিত্র এবং পানিও পবিত্র। এরপর তিনি উযূ করলেন।
এটা হলো ওয়াকী' (রাহঃ)-এর বর্ণিত হাদীস।
بَاب الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي فَزَارَةَ الْعَبْسِيِّ، عَنْ أَبِي زَيْدٍ، مَوْلَى عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ ‏"‏ عِنْدَكَ طَهُورٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ إِلاَّ شَىْءٌ مِنْ نَبِيذٍ فِي إِدَاوَةٍ ‏.‏ قَالَ ‏"‏ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ ‏"‏ ‏.‏ فَتَوَضَّأَ ‏.‏ هَذَا حَدِيثُ وَكِيعٍ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৮৪ | মুসলিম বাংলা