কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৩০৯
আন্তর্জাতিক নং: ৩০৯
বসে পেশাব করা
৩০৯। ইয়াহইয়া ইবন ফযল (রাহঃ) ......... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন।
আবু আব্দুল্লাহ্ মুহাম্মাদ ইবন ইয়াযীদ (রাহঃ) ……. সুফয়ান সাওরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আয়েশা (রাযিঃ)-এর হাদীস “আমি তাঁকে (ﷺ) বসে পেশাব করতে দেখেছি।" বর্ণনা করলেন। তখন জনৈক ব্যক্তি বললোঃ আমি এই হাদীস সম্পর্কে তাঁর চাইতে অধিক জ্ঞাত।
আহমদ ইবন 'আব্দুর রহমান (রাহঃ) বলেন, দাঁড়িয়ে পেশাব করা ছিল আরবদের রীতি। তুমি কি তা আব্দুর রহমান ইবন হাসান (রাহঃ)-এর বর্ণিত হাদীসে দেখনি? তিনি বলেছেনঃ তিনি বসে পেশাব করতেন, যেভাবে স্ত্রীলোক পেশাব করে।
আবু আব্দুল্লাহ্ মুহাম্মাদ ইবন ইয়াযীদ (রাহঃ) ……. সুফয়ান সাওরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আয়েশা (রাযিঃ)-এর হাদীস “আমি তাঁকে (ﷺ) বসে পেশাব করতে দেখেছি।" বর্ণনা করলেন। তখন জনৈক ব্যক্তি বললোঃ আমি এই হাদীস সম্পর্কে তাঁর চাইতে অধিক জ্ঞাত।
আহমদ ইবন 'আব্দুর রহমান (রাহঃ) বলেন, দাঁড়িয়ে পেশাব করা ছিল আরবদের রীতি। তুমি কি তা আব্দুর রহমান ইবন হাসান (রাহঃ)-এর বর্ণিত হাদীসে দেখনি? তিনি বলেছেনঃ তিনি বসে পেশাব করতেন, যেভাবে স্ত্রীলোক পেশাব করে।
بَاب فِي الْبَوْلِ قَاعِدًا
حَدَّثَنَا يَحْيَى بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ الْفَضْلِ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَبُولَ قَائِمًا .
سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَزِيدَ أَبَا عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيَّ يَقُولُ قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ - فِي حَدِيثِ عَائِشَةَ أَنَا رَأَيْتُهُ يَبُولُ قَاعِدًا - قَالَ الرَّجُلُ أَعْلَمُ بِهَذَا مِنْهَا .
قَالَ أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ كَانَ مِنْ شَأْنِ الْعَرَبِ الْبَوْلُ قَائِمًا أَلاَ تَرَاهُ فِي حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ يَقُولُ قَعَدَ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ .
سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَزِيدَ أَبَا عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيَّ يَقُولُ قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ - فِي حَدِيثِ عَائِشَةَ أَنَا رَأَيْتُهُ يَبُولُ قَاعِدًا - قَالَ الرَّجُلُ أَعْلَمُ بِهَذَا مِنْهَا .
قَالَ أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ كَانَ مِنْ شَأْنِ الْعَرَبِ الْبَوْلُ قَائِمًا أَلاَ تَرَاهُ فِي حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ يَقُولُ قَعَدَ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ .
