কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৩০৬
আন্তর্জাতিক নং: ৩০৬
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
দাঁড়িয়ে পেশাব করা
৩০৬। ইসহাক ইবন মনসুর (রাহঃ) …… মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কোন এক গোত্রের ময়লা আবর্জনার স্তূপের কাছে পৌঁছেন এবং দাঁড়িয়ে পেশাব করেন।
শো'বা (রাহঃ) বলেন, আসিম (রাহঃ) যে সময় এই হাদীস বর্ণনা করেন, আ'মাশ (রাহঃ) আবুল ওয়ায়েল (রাহঃ) সূত্রে হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি তা মুখস্থ রাখতে পারেননি। এরপর আমি মনসুর (রাহঃ)-কে জিজ্ঞাসা করলাম। তিনিও সেটি আবু ওয়ায়েল (র.)-এর সূত্রে হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) লোকেদের ময়লা আবর্জনার কাছে উপস্থিত হন এবং দাঁড়িয়ে পেশাব করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْبَوْلِ قَائِمًا
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا ‏.‏
قَالَ شُعْبَةُ قَالَ عَاصِمٌ يَوْمَئِذٍ وَهَذَا الأَعْمَشُ يَرْوِيهِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ وَمَا حَفِظَهُ ‏.‏ فَسَأَلْتُ عَنْهُ مَنْصُورًا فَحَدَّثَنِيهِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান