কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৩০৩
আন্তর্জাতিক নং: ৩০৩
পায়খানায় অবস্থানকালে আল্লাহর যিকর করা এবং আংটি পরিধান করা
৩০৩। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) …… আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন বায়তুল-খালায় (পায়খানায়) প্রবেশ করতেন তখন তিনি তাঁর আংটি খুলে রাখতেন।
بَاب ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ عَلَى الْخَلَاءِ وَالْخَاتَمِ فِي الْخَلَاءِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا دَخَلَ الْخَلاَءَ وَضَعَ خَاتَمَهُ .
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীসটি থেকে প্রমাণিত হয় যে, কুরআনের আয়াত বা আল্লাহর নাম অঙ্কিত আংটি বা অনুরূপ কিছু নিয়ে ইসিত্মঞ্জাখানায় প্রবেশ করা মাকরূহ; আর এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫০) অতএব তাবীজ-কবজ ইত্যাদি অনাবৃত থাকলে ইসিত্মঞ্জাখানায় প্রবেশের সময় তা খুলে নিবে অথবা ঢেকে রাখবে। খোলা ময়দানে ইসিত্মঞ্জা করার ক্ষেত্রেও উক্ত বিধান প্রযোজ্য হবে।
