আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৫- অছিয়াত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৭৪৫
১৭০৯. অসীর প্রতি অসীয়াতকারীর উক্তিঃ তুমি আমার সন্তানদের প্রতি লক্ষ রাখবে, আর অসীর জন্য কিরূপ দাবী জায়েয
২৫৫৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... নবী (ﷺ)- এর সহধর্মীণী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উতবা ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) তাঁর ভাই সা‘দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) কে এই বলে অসীয়াত করেন যে, যামআর দাসীর ছেলেটি আমার ঔরসজাত। তাকে তুমি তোমার অধিকারে আনবে। মক্কা বিজয়ের বছর সা‘দ (রাযিঃ) তাকে নিয়ে নেন এবং বলেন, সে আমার ভাতিজা (আমার ভাই) আমাকে এর ব্যাপারে অসীয়াত করে গেছেন। আব্দ ইবনে যামআ (রাযিঃ) দাঁড়িয়ে বললেন, সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র। আমার পিতার বিছানায় তার জন্ম হয়েছে। তারা উভয়ই রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আসেন।
সা‘দ (রাযিঃ) বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ! সে আমার ভাইয়ের পুত্র এবং তিনি আমাকে তার সম্পর্কে অসীয়াত করে গেছেন। আব্দ ইবনে যামআ (রাযিঃ) বললেন, সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আব্দ ইবনে যামআ, সে তোমারই প্রাপ্য। কেননা যার বিছানায় সন্তান জন্মেছে, সে-ই সন্তানের অধিকারী। ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। তারপর তিনি সাওদা বিনতে যামআ (রাযিঃ) কে বললেন, ‘তুমি এই ছেলেটি থেকে পর্দা কর।’ কেননা তিনি ছেলেটির সঙ্গে উতবা-র সাদৃশ্য দেখতে পান। ছেলেটির আল্লাহর সঙ্গে সাক্ষাত হওয়া পর্যন্ত সে কখনো সাওদা (রাযিঃ) কে দেখেনি।
সা‘দ (রাযিঃ) বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ! সে আমার ভাইয়ের পুত্র এবং তিনি আমাকে তার সম্পর্কে অসীয়াত করে গেছেন। আব্দ ইবনে যামআ (রাযিঃ) বললেন, সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আব্দ ইবনে যামআ, সে তোমারই প্রাপ্য। কেননা যার বিছানায় সন্তান জন্মেছে, সে-ই সন্তানের অধিকারী। ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। তারপর তিনি সাওদা বিনতে যামআ (রাযিঃ) কে বললেন, ‘তুমি এই ছেলেটি থেকে পর্দা কর।’ কেননা তিনি ছেলেটির সঙ্গে উতবা-র সাদৃশ্য দেখতে পান। ছেলেটির আল্লাহর সঙ্গে সাক্ষাত হওয়া পর্যন্ত সে কখনো সাওদা (রাযিঃ) কে দেখেনি।
