কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ২৮৪
আন্তর্জাতিক নং: ২৮৪
পবিত্রতার সওয়াব
২৮৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া নিশাপুরী (রাহঃ) …... যির ইবন হুবায়শ (রাহঃ) থেকে বর্ণিত। 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) বলেছেনঃ প্রশ্ন করা হলো ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি আপনার উম্মতের সে সব লোককে কিভাবে চিনবেন, যাদের আপনি দেখেন নাই? তিনি বললেনঃ উযুর কারণে তাদের চেহারা ও অঙ্গ-প্রত্যঙ্গ হতে যে নূর বের হবে, তা দেখে।
আবুল হাসান কাত্তান (রাহঃ) আবুল ওয়ালীদ (রাযিঃ) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
আবুল হাসান কাত্তান (রাহঃ) আবুল ওয়ালীদ (রাযিঃ) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ قَالَ " غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الطُّهُورِ " .
قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ .
قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ .
