কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ২৮২
আন্তর্জাতিক নং: ২৮২
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পবিত্রতার সওয়াব
২৮২।সুওয়াইদ ইবনে সায়ীদ(রাহঃ)........আব্দুল্লাহ সুনাবিহী(রাযিঃ) এর সূত্রে রাসূলুল্লাহ(ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি উযূ করে এবং এর জন্য কুলি করে এবং নাকে পানি পৌঁছায়, তার গুনাহসমূহ মুখ ও নাক দিয়ে বের হয়ে যায়। যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার গুনাহসমূহ মুখমণ্ডল থেকে বের হয়ে যায়, এমনকি তার দু'চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহ বেরিয়ে যাবে। যখন সে তার উভয় হাত ধৌত করে, তখন তার দু'হাত থেকে গুনাহ্ বেরিয়ে যায়। এরপর যখন সে তমাথা মাসেহ করে, তখন তার মাথা হতে গুনাহসমূহ ঝরে যায়, এমনকি তার কর্ণদ্বয় থেকেও গুনাহসমহ ঝরে যায়। যখন সে তার উভয় পা ধৌত করে, তখন তার উভয় পা থেকে গুনাহসমূহ ঝরে যায়
এমনকি তার দু’পায়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ ঝরে যায়। এরপর তার সালাত আদায় করা এবং মসজিদের দিকে আসার সওয়াব (উল্লিখিত বিষয়ের) অতিরিক্ত।
এমনকি তার দু’পায়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ ঝরে যায়। এরপর তার সালাত আদায় করা এবং মসজিদের দিকে আসার সওয়াব (উল্লিখিত বিষয়ের) অতিরিক্ত।
أبواب الطهارة وسننها
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ تَوَضَّأَ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ فَمِهِ وَأَنْفِهِ فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ يَدَيْهِ فَإِذَا مَسَحَ رَأْسَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ وَكَانَتْ صَلاَتُهُ وَمَشْيُهُ إِلَى الْمَسْجِدِ نَافِلَةً " .
বর্ণনাকারী: