কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ২৭০
আন্তর্জাতিক নং: ২৭০
উযূ ও অপবিত্রতার গোসলের জন্য পানির পরিমাণ।
২৭০।মুহাম্মাদ ইবন মুয়াম্মল ইবন সাব্বাহ ও আব্বাস ইবন ওয়ালীদ (রাহঃ)...... আকীল ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন উযূতে এক মুদ এবং গোসলে এক সা পানি যথেষ্ট। তখন এক ব্যক্তি বললো আমাদের জন্য (এ পরিমাণ পানি) যথেষ্ট নয়। তখন তিনি (ﷺ) বললেন : এ পরিমাণ পানি তো তাঁর জন্যও যথেষ্ট যিনি তোমাদের চাইতে উত্তম এবং তাঁর মাথার কেশও বেশী অর্থাৎ নবী (ﷺ)।
بَاب مَا جَاءَ فِي مِقْدَارِ الْمَاءِ لِلْوُضُوءِ وَالْغُسْلِ مِنْ الْجَنَابَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ بْنِ الصَّبَّاحِ، وَعَبَّادُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا بَكْرُ بْنُ يَحْيَى بْنِ زَبَّانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ عَلِيٍّ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يُجْزِئُ مِنَ الْوُضُوءِ مُدٌّ وَمِنَ الْغُسْلِ صَاعٌ " . فَقَالَ رَجُلٌ لاَ يُجْزِئُنَا . فَقَالَ قَدْ كَانَ يُجْزِئُ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ وَأَكْثَرُ شَعَرًا . يَعْنِي النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ .


বর্ণনাকারী: