আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৫- অছিয়াত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৭৪০
১৭০৬. অসীয়াত প্রসঙ্গে এবং নবী (ﷺ)-এর বাণী, মানুষের অসীয়াত তার নিকট লিখিত আকারে থাকা উচিত।
২৫৫৩। খাল্লাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... তালহা ইবনে মুসাররিফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবি আওফা (রাযিঃ) এর নিকট জিজ্ঞাসা করলাম, নবী (ﷺ) কি অসীয়াত করেছিলেন? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে কিভাবে লোকদের উপর অসীয়াত ফরয করা হল কিংবা ওয়াসীয়াতের নির্দেশ দেওয়া হল? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর কিতাবের (অনুযায়ী আমল করার) অসীয়াত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন