কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
হাদীস নং: ১৫২
আন্তর্জাতিক নং: ১৫২
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
বিলাল (রাযিঃ)-এর ফযীলত
১৫২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. সালিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক কবি বিলাল ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর প্রশংসা করে বলেনঃ বিলাল ইবন 'আব্দুল্লাহ সর্বাপেক্ষা উৎকৃষ্ট বিলাল। তখন ইবন উমর (রাযিঃ) বললেনঃ তুমি মিথ্যা বলছো। না, বরং বলঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিলালই সর্বোত্তম বিলাল।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فَضَائِلِ بِلَالٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ، عَنْ سَالِمٍ، أَنَّ شَاعِرًا، مَدَحَ بِلاَلَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ بِلاَلُ بْنُ عَبْدِ اللَّهِ خَيْرُ بِلاَلٍ . فَقَالَ ابْنُ عُمَرَ كَذَبْتَ لاَ بَلْ بِلاَلُ رَسُولِ اللَّهِ خَيْرُ بِلاَلٍ .
বর্ণনাকারী: