কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
হাদীস নং: ১৪৭
আন্তর্জাতিক নং: ১৪৭
আম্মার ইবন ইয়াসির (রাযিঃ)-এর ফযীলত
১৪৭। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. হানী' ইবন হানী' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা 'আম্মার (রাযিঃ) আলী (রাযিঃ)-এর কাছে উপস্থিত হন। তখন তিনি বলেনঃ এই পাক-পবিত্র ব্যক্তির আগমন মুবারক হোক। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আম্মারের গলা পর্যন্ত ঈমানে ভরপুর।
بَاب فَضْلِ عَمَّارِ بْنِ يَاسِرٍ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، قَالَ دَخَلَ عَمَّارٌ عَلَى عَلِيٍّ فَقَالَ مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مُلِئَ عَمَّارٌ إِيمَانًا إِلَى مُشَاشِهِ " .
