কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)

হাদীস নং: ১২৪
আন্তর্জাতিক নং: ১২৪
যুবায়র (রাযিঃ)-এর ফযীলত
১২৪। হিশাম ইবন 'আম্মার ও হাদিয়া ইবন আব্দুল ওয়াহ্হাব (রাহঃ) …… 'উরওয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে 'আয়েশা (রাযিঃ) বলেন: হে 'উরওয়া! তোমার দু’জন পিতৃপুরুষ সে সব লোকদের অন্তর্ভুক্ত ছিলেন, যাঁরা ক্ষত-বিক্ষত হওয়ার পরও আল্লাহ্ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন। (এঁরা হলেন) আবু বকর ও যুবায়র (রাযিঃ)।
بَاب فَضْلِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَهَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَتْ لِي عَائِشَةُ يَا عُرْوَةُ كَانَ أَبَوَاكَ مِنَ الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ أَبُو بَكْرٍ وَالزُّبَيْرُ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)