কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
হাদীস নং: ১১৩
আন্তর্জাতিক নং: ১১৩
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
উসমান (রাযিঃ)-এর ফযীলত
১১৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুশয্যাকালীন রোগের সময় বলেছেন ? হায়! এ সময় যদি সাহাবীদের কেউ কেউ আমার কাছে থাকতো! তখন আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার কাছে কি আবু বকর (রাযিঃ)-কে ডেকে আনবো? তখন তিনি নীরব রইলেন। আমরা বললামঃ আমরা কি আপনার কাছে 'উমর (রাযিঃ)-কে ডেকে আনবো? তিনি এবারও নীরব থাকলেন। আমরা বললামঃ আমরা কি আপনার কাছে 'উসমান (রাযিঃ)-কে ডেকে পাঠাবো? তিনি বললেন : হ্যাঁ। এরপর তিনি ['উসমান (রাযিঃ)] এলেন। তিনি তাঁর সাথে একান্তে আলাপ-আলোচনা করেন। উসমান (রা.)-এর চেহারা বিবর্ণ মনে হচ্ছিল। কায়স (রাহঃ) বলেনঃ আমাকে 'উসমানের আযাদকৃত গোলাম আবু সালাহ (রাযিঃ) বর্ণনা করেছেন যে, 'উসমান ইবন আফফান (রাযিঃ) অবরুদ্ধ হওয়ার দিন বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন এবং তার উপর আমি সবর করবো। আলী (ইবন মুহাম্মাদ) (রাহঃ) তাঁর হাদীসে উল্লেখ করেছেনঃ 'উসমান (রাযিঃ) বলেছেনঃ আমি তার উপর সবর করব । কায়েস বলেছেনঃ সাহাবারা মনে করেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সংঙ্গে তাঁর একান্তে এ আলাপই হয়েছিল।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فَضْلِ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَرَضِهِ " وَدِدْتُ أَنَّ عِنْدِي بَعْضَ أَصْحَابِي " . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَدْعُو لَكَ أَبَا بَكْرٍ فَسَكَتَ قُلْنَا أَلاَ نَدْعُو لَكَ عُمَرَ فَسَكَتَ قُلْنَا أَلاَ نَدْعُو لَكَ عُثْمَانَ قَالَ " نَعَمْ " . فَجَاءَ عُثْمَانُ فَخَلاَ بِهِ فَجَعَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُكَلِّمُهُ وَوَجْهُ عُثْمَانَ يَتَغَيَّرُ . قَالَ قَيْسٌ فَحَدَّثَنِي أَبُو سَهْلَةَ مَوْلَى عُثْمَانَ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَالَ يَوْمَ الدَّارِ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَهِدَ إِلَىَّ عَهْدًا وَأَنَا صَائِرٌ إِلَيْهِ . وَقَالَ عَلِيٌّ فِي حَدِيثِهِ وَأَنَا صَابِرٌ عَلَيْهِ . قَالَ قَيْسٌ فَكَانُوا يُرَوْنَهُ ذَلِكَ الْيَوْمَ .