কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৫১. বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান

হাদীস নং: ৫৬৭৫
আন্তর্জাতিক নং: ৫৬৭৫
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
মাদকাসক্তদের পরিণাম
৫৬৭৫. সুওয়ায়দ (রাহঃ) ......... যাহহাক (রাহঃ) বলেন, যে ব্যক্তি সব সময় মদ পান করা অবস্থায় মারা যায়, দুনিয়া ত্যাগকালে তার চেহারায় গরম পানির ছিটা দেয়া হয়।
كتاب الأشربة
الرِّوَايَةُ فِي الْمُدْمِنِينَ فِي الْخَمْرِ
أَخْبَرَنَا سُوَيْدٌ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ الْحَسَنِ بْنِ يَحْيَى عَنْ الضَّحَّاكِ قَالَ مَنْ مَاتَ مُدْمِنًا لِلْخَمْرِ نُضِحَ فِي وَجْهِهِ بِالْحَمِيمِ حِينَ يُفَارِقُ الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান