দুই উপাদান মিশ্রিত করা নিষেধ হওয়ার কারণ তাতে একটির উপর অন্যটি প্রবল হয়ে মাদকতার স্তরে পৌঁছে যেতে পারে
৫৫৬৩. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু ইদরীস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দেখলাম, আনাস ইবনে মালিক (রাযিঃ)-এর নিকট একদিকে অর্ধপাকা খেজুর উপস্থিত করা হলে তিনি তা কেটে ফেলছেন।
সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) ঐ খেজুরকে একদিক থেকে কেটে ফেলার আদেশ দিতেন, যার একদিক পাকা।