কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৫০. আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ

হাদীস নং: ৫৫২৮
আন্তর্জাতিক নং: ৫৫২৮
যা করা হয়নি তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করা
৫৫২৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ফারওয়া ইবনে নওফাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ আমাকে ঐ দুআ সম্বন্ধে অবহিত করুন, যা দ্বারা রাসূলুল্লাহ্ (ﷺ) দুআ করতেন। তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি যা করেছি, তার অনিষ্ট হতে এবং আমি যা করিনি, তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
الِاسْتِعَاذَةُ مِنْ شَرِّ مَا لَمْ يَعْمَلْ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُصَيْنٍ سَمِعْتُ هِلَالَ بْنَ يَسَافٍ عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَخْبِرِينِي بِدُعَاءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ قَالَتْ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে নাসায়ী - হাদীস নং ৫৫২৮ | মুসলিম বাংলা