আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪২- সাক্ষ্যপ্রদানের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৬৬৮
১৬৬১. অর্থ-সম্পদ ও হদ্দ এর (শরীআত নির্ধারিত দণ্ড সমূহ) এর বেলায় বিবাদীর কসম করা। নবী (ﷺ) বলেছেন,তোমার দু’জন সাক্ষী পেশ করতে হবে কিংবা তার (বিবাদীর) কসম করতে হবে। কুতায়বা (রাহঃ) বলেন, সুফিয়ান, ইবনে শুবরুমা (রাহঃ) হতে বর্ণনা করেছেন, আবু যিনাদ (রাহঃ) সাক্ষীর সাক্ষ্য এবং বাদীর কসমের ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করলেন। আমি তাকে বললাম, আল্লাহ তাআলা বলেছেন : “...সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজী, তাদের মধ্যে দু’জন পুরুষ সাক্ষী রাখবে, যদি দু’জন পুরুষ না থাকে, তবে একজন পুরুষ ও দু’জন স্ত্রীলোক, স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে, তাদের অপরজন স্মরণ করিয়ে দেবে...” (সূরা আল-বাক্বারা : ২:২৮২)। আমি বললাম, একজন সাক্ষীর সাক্ষ্য আর বাদীর কসম যথেষ্ঠ হলে এক মহিলা অপর মহিলাকে স্মরণ করিয়ে দেয়ার কী প্রয়োজন আছে? এই অপর মহিলাটির স্মরণ করাতে কী কাজ হবে?
২৪৯১। আবু নু’আইম (রাহঃ) .... ইবনে আবু মূলায়কা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) আমাকে লিখে জানিয়েছেন, নবী (ﷺ) ফায়াসালা দিয়েছেন যে, বিবাদীকে কসম করতে হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ২৪৯১ | মুসলিম বাংলা