আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪- গোসলের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫১
১৭৬। এক সা’ বা অনুরূপ পাত্রের পানিতে গোসল
২৪৯। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও আয়িশা (রাযিঃ)-এর ভাই আয়িশা (রাযিঃ)-এর নিকট গেলাম। তাঁর ভাই তাঁকে রাসূলুল্লাহ (ﷺ) এর গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় এক সা’ (তিন কেজির চেয়ে কিছু পরিমাণ বেশী)-এর সমপরিমাণ এক পাত্র আনালেন। তারপর তিনি গোসল করলেন এবং নিজের মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তাঁর মাঝে পর্দা ছিল।

আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন যে, ইয়াযীদ ইবনে হারূন (রাহঃ), বাহয ও জুদ্দী (রাহঃ) শু’বা (রাহঃ) থেকে نَحْوًا مِنْ صَاعٍ এর পরিবর্তে قَدْرِ صَاعٍ (এক সা’ পরিমাণ)-এর কথা বর্ণনা করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন