আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪২- সাক্ষ্যপ্রদানের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৬৫৬
১৬৫২. অন্ধের সাক্ষ্যদান।
২৪৮০। মালিক ইবনে ইসমাঈন (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, বিলাল (রাযিঃ) রাত থাকতেই আযান* দিয়ে থাকে। সুতরাং ইবনে উম্মে মাকতুম (রাযিঃ) আযান দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পার। অথবা তিনি বলেন, ইবনে উম্মে মাকতুমের আযান শোনা পর্যন্ত। ইবনে উম্মে মাকতুম (রাযিঃ) অন্ধ ছিলেন, ফলে ভোর হয়ে যাচ্ছে, লোকেরা একথা তাকে না বলা পর্যন্ত তিনি আযান দিতেন না।
*এটা ছিলো তাহাজ্জুদের আযান। ফজর উদয় হলে ইবনে উম্মু মাকতুম (রা.) দ্বিতীয়বার আযান দিতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন